সার্ভে কাজের জন্য প্রয়োজনীয় টিপস
সার্ভে কাজের জন্য প্রয়োজনীয় টিপস
১. প্রোফাইল তথ্য গুলো প্রশ্নের উত্তরে সঠিক ভাবে দিতে হবে।
২. ভুল তথ্য প্রদান করা যাবে না।
৩. ভালো ভাবে প্রশ্ন না পড়ে না বুঝেই একটায় ক্লিক করা যাবে না।
৪. ধৈর্য ধরে একটু সময় নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করুন।
৫. নির্দিষ্ট গতি বজায় রেখে বিরতিহীন কাজ করে যেতে হবে।
৬. কাজ মাঝ খানে রেখে বেশি সময়ের জন্য অন্য কোন কাজে যাবেন না, সার্ভে টাইম আউট হয়ে যাবে।
৭. প্রতিদিন কাজের আগে অবশ্যই ব্রাউজার ডাটা হিস্ট্রি ক্লিন করে তার পরে কাজ শুরু করুন।
৮. আপনার প্রোফাইল ক্রিয়েট করার সময়ের উত্তরগুলোর সাথে পরবর্তী সার্ভের প্রশ্নের উত্তর গুলোর সামঞ্জস্য রেখে উত্তর দিন।
৯ . কপি - পেস্ট না করাটাই ভালো।
১০. আপনার পার্সোনাল প্রশ্ন যেমন: বয়স, জিপ কোড, আপনার নাম ইটিসি এসব কপি পেস্ট করবেন না, টাইপ করে দিবেন।
১১. যে কোন মতামত প্রদান করতে অসম্পূর্ণ বাক্য লিখবেন না, বুঝতে না পারলে গুগলে সার্চ করুন।
১২. অবসর সময়ে সার্ভে কাজের বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করুন।
ইনশাআল্লাহ্, অনেক কিছু বুঝতে ও শিখতে পারবেন।
১৩. প্রতিটা সার্ভে সাইট এর শর্ত সমূহ ভালো করে পড়ে বুঝে পরে কাজ করতে বসুন, আপনার কাজের জন্য অনেক সুবিধা হবে।
১৪. কাজ করার সময় গুলোতে কাজের প্রতি মনযোগ দিন নিজেকে স্থির ও সচেতন রাখুন।
১৫. কাজ না হলে, বের করে দিলে, উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রেখে কাজ করুন অবশ্যই আপনি পারবেন, কাজের সময় ফরমালিটি মেইনটেইন করে কাজ করুন।
১৬. সন্ধ্যার পর থেকে সকালে বেলা উঠার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কাজ করুন।
১৭. দিনের বেলায় কাজ না করাটাই উত্তম, তবে আপনি চাইলে করতে পারেন।
১৮. কাজের সময় অযথা অন্যান্য প্রসঙ্গের কথা না ভেবে/না করে কাজের প্রতি মন দিন।
১৯. কাজে সমস্যা, অ্যাকাউন্ট ব্যান, সার্ভে নট ম্যাচিং, সার্ভে ডিস্কোয়ালিফায়েড এসবে হতাশ হবেন না, লেগে থাকতে হবে অবশ্যই এগুলা হবেই কাজের মধ্যে।
২০. নতুন ভাবে এসেই আপনি সফলতা অর্জনের জন্য ব্যাকুল হয়ে পড়বেন না, প্রথমে কাজটাকে ভালোভাবে বুঝতে চেষ্টা করুন।
২১. সার্ভে কাজের মূল মন্ত্র হলো আপনার ধৈর্যশীলতা, তাই বলবো ধৈর্য ধরে লেগে থাকুন ইনশাআল্লাহ, সফলতা হাতছানি দিবেই।
Post a Comment